মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় রাজধানীর কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল সেবা দিতে ২২টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে।
বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে প্রাণিসম্পদ অধিদফতরের আওতায় হাটে কাজ করবে টিমগুলো।
বিজ্ঞাপন
ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অনুমোদিত পশুর হাটে এই টিমগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে। পশুর হাটে রোগাক্রান্ত ও কোরবানির অনুপযুক্ত গবাদি পশু যাতে ক্রয়-বিক্রয় না হয় সে জন্যও এই মেডিকেল টিম কাজ করছে।
এবার সারাদেশের কোরবানির হাটে মোট এক হাজার ৭৩৯টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। একই সঙ্গে একটি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিমও কাজ করছে।
এরমধ্যে রাজধানীর কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম তদারকি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ জন্য মন্ত্রণালয়ের নয়জন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে নির্ধারিত পশুর হাটে দায়িত্বও দিয়েছে মন্ত্রণালয়। এছাড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি প্রাণিসম্পদ অধিদফতরের ১২টি মনিটরিং টিমও রাজধানীর কোরবানির পশুর হাট তদারকি করবে।
ডিএইচডি/আইএইচ