ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মোট কোরবানির বর্জ্যের ৮০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
রোববার (১০ জুলাই) বিকেলে ৫টার দিকে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন ঢাকা মেইলকে এই তথ্য জানান।
বিজ্ঞাপন
মকবুল হোসাইন বলেন, আমরা আশাবাদী নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণ করতে পারব। ইতোমধ্যে কোরবানির বর্জ্যের ৮০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। ১১টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ওয়ার্ডগুলো হলো ৬, ১৩, ১৯, ২৫, ৩১, ৪৪, ৪৫, ৪৬, ৫২, ৫৩ ও ৫৪।
সকালে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম রাজধানীর মিরপুরের সনি সিনেমা হল এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণের কার্যক্রম পরিদর্শনে এসে বলেন, এবার ১০ হাজার টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আমাদের লক্ষ্য হচ্ছে সন্ধ্যার মধ্যে বেশিরভাগ বর্জ্য অপসারণ করা। আমাদের ১০ হাজার লোক ও ৬০০ গাড়ি মাঠে আছে। আমরা ১২ ঘণ্টার মধ্যে কাজটি শেষ করতে পারবো বলে আশা রাখি।
মেয়র বলেন, বর্জ্য অপসারণের লক্ষ্য অর্জন করতে সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা মাঠে রয়েছে। এসময় তিনি নগরবাসীকে নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার স্বার্থে আগামীকালের মধ্যে কোরবানি সম্পন্ন করতে অনুরোধ করেন।
বিজ্ঞাপন
ডিএইচডি/জেবি