পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেনীতে কর্মরত পত্রিকা বিপণন কর্মীদের ঈদ উপহার দেওয়া হয়েছে।
বুধবার (২৮ জুন) বিকাল ৪টায় শহরের ডা. সাজ্জাদ হোসেন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নিজ উদ্যোগে পত্রিকা বিপণন কর্মীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার।
বিজ্ঞাপন
বিতরণের আগে আয়োজিত সভায় এটিএন নিউজের ফেনী প্রতিনিধি দিদারুল আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিপণন কর্মী সমিতির সভাপতি সাংবাদিক আবু তাহের ভূঞাঁ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ফেনী সংবাদদাতা আরিফ রিজভী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, বাংলাদেশ ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
উপহার হিসেবে প্রত্যেককে বিভিন্ন প্রকার মসলা ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস

















































































































































































































































































































