খুলনার বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ বলেছেন, খুলনা শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। এজন্য নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। পশুর চামড়া ভালোভাবে ছাড়ানো, রক্ষণাবেক্ষণ এবং কোরবানির পর পশুর রক্ত দ্রুত ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে ফেলাসহ দ্রুততম সময়ে পরিস্কার-পরিচ্ছন্ন করতে হবে। পশুর চামড়ায় ভালোভাবে লবণ দিয়ে সংরক্ষণ করা সবার দায়িত্ব।
বিভাগীয় কমিশনার পবিত্র ঈদুল আজহা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
বিজ্ঞাপন
বুধবার (২৮ জুন) দুপুরে সার্কিট হাউজের সম্মেলনকক্ষে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করার সময় এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ঈদুল আজহার প্রধান জামাত সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল আটটায় টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত সকাল নয়টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লার মসজিদগুলোও ইতোমধ্যে ঈদ জামাত আয়োজনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্রসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস

















































































































































































































































































































