শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

৩৫ বছরের পুরনো সফরমা‌লি হাট জমে উঠে‌ছে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

৩৫ বছরের পুরনো সফরমা‌লি হাট জমে উঠে‌ছে

চাঁদপু‌রে জমে উঠে‌ছে ঐতিহ‌্যবা‌হী সফরমালী পশুর হাট। বিগত ৩৫ বছর যাবৎ নিয়‌মিত প্রতি সোমবার এ পশুর হাট‌টিতে গরু ও ছাগল বেচা কেনা হ‌য়ে আস‌ছে। কোরবা‌নি‌ ঈদ‌কে সাম‌নে রে‌খে চাঁদপুর সদর উপ‌জেলার বিষ্ণুপুর ইউ‌নিয়‌নের এ হা‌টে ক‌য়েক হাজার গরু ও‌ ছাগল নি‌য়ে হাজির হ‌য়ে‌ছেন বেপারী, খামারী ও গৃহস্থরা। এবা‌রের হা‌টে দে‌শের উত্তরবঙ্গসহ বি‌ভিন্ন জেলা থে‌কে বেপারীরা কোরবানির পশু নিয়ে হা‌টে উপ‌স্থিত হ‌য়ে‌ছেন।

হা‌টে গরু কিন‌তে আসা জ‌সিম মিয়াজী ব‌লেন, এ হাট থে‌কে বিগত বেশ ক‌য়েক বছর আমি গরু কি‌নে‌ছি তাই এবারও এলাম। হা‌টে অনেক ভাল গরু দেখা যা‌চ্ছে ত‌বে গত বছ‌রের চেয়ে দামটা একটু বেশি ম‌নে হ‌চ্ছে।


বিজ্ঞাপন


সফরমালী হাট‌টি চাঁদপুর শহর থে‌কে বেশী দূ‌রে না হওয়ায় এখানে শহ‌রের ক্রেতা‌দের ভীড় বেশি দেখা গে‌ছে। শহ‌রের বিষ্ণুদী এলাকা থে‌কে গরু কিন‌তে আসা পা‌য়েল ব‌লেন, আমার এলাকার ক‌য়েকজন বন্ধু মি‌লে এসে‌ছি। বেশ ক‌য়েক‌টি গরু কিন‌বো। অনেক বছর যাবত এ হাট থে‌কে কোরবানির জন‌্য গরু কিন‌ছি। 

শরীয়তপুর জেলা থেকে আসা বেপারী আমান উল্লাহ ব‌লেন, ১০‌টি গরু নি‌য়ে এস‌ে‌ছি। সকা‌লে দুইটি বি‌ক্রি ক‌রে‌ছি। এখ‌নও ৮‌টি আছে।

সফরমালী বাজা‌র ক‌মি‌টির সভাপ‌তি ও হাট প‌রিচালনাকারী আব্দুল আ‌জিজ খান দুদু ব‌লেন, এটি আমা‌দে‌র পা‌রিবা‌রিক বাজার। ৩৫ বছর ধ‌রে গরুর হাট বসে এখানে। হাট‌টি‌ থে‌কে আ‌য়ের বেশীর ভাগ টাকা মস‌জিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বি‌ভিন্ন দাতব‌্য কাজে ব‌্যায় করা হ‌য়ে থা‌কে। এলাকার জনগণও এ বাজা‌রের প্রতি দৃ‌ষ্টি রে‌খে‌ছেন ব‌লেই বাজার‌টি এখনও সুন্দরভা‌বে প‌রিচা‌লিত হ‌য়ে আস‌ছে।

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর