রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

১৭ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৩, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

১৭ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

ঈদের তৃতীয় দিন দুপুর পর্যন্ত ১৭ হাজার মেট্রিক টন বর্জ্য অপারেশন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

শনিবার (১ জুলাই) দুপুরে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন নগর ভবনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।


বিজ্ঞাপন


তিনি জানান, শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত অপসারিত বর্জ্যের পরিমাণ ১৭ হাজার ৮৬৫.২৬ মেট্রিক টন।

মোট চার হাজার ৫২টি ট্রিপে এ বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

এর আগে, গত বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহার নামাজ আদায় করে ঢাকার দুই সিটির মেয়রই বর্জ্য অপসারণ নিয়ে কথা বলেন। ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের সাড়ে তিনশর ওপর যান-যন্ত্রপাতি নিয়োজিত আছে। বিভিন্ন বহির্বিভাগ থেকেও গাড়ি এবং যান-যন্ত্রপাতি এনেছি। প্রায় ১০ হাজার জনবল নিয়োজিত থাকবে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ইতোমধ্যে নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে। আমরা আশাবাদী গতবারের মতো এবারও ২৪ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে সক্ষম হবো। গতবারও যেভাবে সফল হয়েছি ইনশাআল্লাহ এবারও নির্ধারিত সমেয়ের মধ্যেই এই বর্জ্য অপসারণ করতে পারব, ঢাকাবাসীকে আরও বেশি সুফল দিতে পারব।

উল্লেখ্য, কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম গতিশীল করতে গত শুক্রবার (২৩ জুন) সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে ডিএসসিসি। পাশাপাশি ডিএসসিসি আওতাধীন হাটগুলোর বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক দিক তদারকিতে সাত সদস্যর কমিটি গঠন করা হয়।


বিজ্ঞাপন


কারই/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর