সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

পরীক্ষায় ভালো করার দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

পরীক্ষায় ভালো করার দোয়া

আজ এসএসসি পরীক্ষা শুরু। একে কেন্দ্র করে পরীক্ষার্থীদের মধ্যে উত্তেজনার শেষ নেই। কেমন প্রস্তুতি নিলাম, কতটা নেওয়া জরুরি ছিল, প্রশ্ন কেমন আসতে পারে—কত দুশ্চিন্তাই না কাজ করে শিক্ষার্থীদের। এমনকি অভিভাবকরাও সন্তানের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন থাকেন। 

দুশ্চিন্তার আধিক্যে জানা বিষয়ও ভুলে যেতে হয় অনেক সময়। ইসলামি নির্দেশনা অনুযায়ী, এই অবস্থায় অতিরিক্ত চাপ নেওয়া বা তাড়াহুড়া করা ঠিক নয়। এসবের কারণে বরং ভুল হয়। তাছাড়া তাড়াহুড়া বা অস্থিরতা শয়তানের অভ্যাস। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেন, ‘কাজে ধীরস্থিরতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আর তাড়াহুড়া করা শয়তানের পক্ষ থেকে।’ (সুনানে বায়হাকি: ২০৭৬৭)। 


বিজ্ঞাপন


তাই যথাসাধ্য স্থির বা স্বাভাবিক থাকা, আল্লাহর কাছে দোয়া করা এবং তাঁর ওপর ভরসা উচিত। আবার আল্লাহর কাছে দোয়া বা ভরসা করার মানে এই নয় যে পড়ালেখা না করেই উত্তম ফলাফলের অপেক্ষায় থাকবে। বরং ভালোভবে পড়ালেখা করতে হবে, পাশাপাশি দোয়া ও তাওয়াক্কুল করতে হবে। 

আরও পড়ুন: পরীক্ষায় ভালো করার ৮ আমল

পরীক্ষায় ভালো করার দোয়া
পরীক্ষায় সঠিক উত্তর প্রদানে মহান আল্লাহর সাহায্যের জন্য মনে মনে তাঁর কাছে এই দোয়া করা যায়— ربِّ زِدْنِي عِلْماً উচ্চারণ: ‘রব্বি জিদনি ইলমা’। অর্থ: ‘হে আমার পরওয়ারদিগার! আমাকে জ্ঞানে সমৃদ্ধ করুন।’ (সুরা ত্বহা: ১১৪)

এ সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হলো-  رَبِّ اشۡرَحۡ لِیۡ صَدۡرِیۡ وَ یَسِّرۡ لِیۡۤ اَمۡرِیۡ  وَ احۡلُلۡ عُقۡدَۃً مِّنۡ لِّسَانِیۡ উচ্চারণ: ‘রব্বিশরাহলি সদরি, ওয়া ইয়াসসিরলি আমরি, ওয়াহলুল উকদাতাম মিল্লিসানি, ইয়াফকহু কওলি।’ অর্থ: ‘হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন—যাতে তারা আমার কথা বুঝতে পারে।’ (সুরা ত্বহা: ২৫-২৮)


বিজ্ঞাপন


আরও পড়ুন: দোয়াটি ঘুম ভাঙার পর পড়লে উদ্দেশ্য পূরণ হয়

উল্লেখ্য, পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে সালাতুল হাজত পড়া কার্যকর একটি আমল। দুই রাকাত সালাতুল হাজত পড়ে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করে পরীক্ষার উদ্দেশ্যে বের হতে উৎসাহিত করেন আলেমরা। কারণ রাসুলুল্লাহ (স.) যখন কঠিন সমস্যার সম্মুখীন হতেন, তখন ‘সালাতুল হাজত’ বা প্রয়োজন পূরণের নামাজ পড়তেন। (আবু দাউদ: ১৩১৯)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর