ফিলিস্তিনের গাজায় নারী-শিশুসহ নানা বয়সী মানুষকে প্রতিনিয়ত হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই হত্যাযজ্ঞের প্রতিবাদে ফুঁসে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। বাংলাদেশেও প্রতিবাদের ঝড় উঠেছে। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মোড়লদের কানে প্রতিবাদ পৌঁছাতে চায় আয়োজকরা। এতে দলমত নির্বিশেষে সবাই অংশ নেবেন। শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় কর্মসূচিতে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল যাবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন।
বিজ্ঞাপন
শায়রুল কবির খান জানান, বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদ সামনে থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হওয়া কর্মসূচিতে বিএনপি একটি প্রতিনিধি দল অংশ নেবেন।
জানা গেছে, কর্মসূচিতে অংশ নেওয়ার আগে জিরো পয়েন্টে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিনিধি দলে নেতৃত্ব দেওয়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।
বিইউ/এএস