বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

পিএসএল শুরুর আগেই দেশে ফিরছেন লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১১:৪০ এএম

শেয়ার করুন:

পিএসএল শেষ লিটনের, দেশে ফিরছেন লিটন 

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ এর প্রথম ম্যাচে আজ (১২ এপ্রিল) রাত ৯টায় মাঠে নামবে করাচি কিংস। ম্যাচ ঘিরে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে, বিশেষ করে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। 

তবে সেই অপেক্ষা আপাতত পূরণ হচ্ছে না। আঙুলের চোটে ছিটকে গেছেন লিটন দাস, শেষ হয়ে গেছে তাঁর এবারের পিএসএল মিশন—এক বল মাঠে নামার আগেই।


বিজ্ঞাপন


অনুশীলনের সময় চোট পেয়ে লিটনের একাধিক আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে। সেরে উঠতে সময় লাগবে অন্তত দুই সপ্তাহ। ফলে করাচি কিংসের ক্যাম্প ছেড়ে দেশে ফিরছেন এই ডানহাতি ব্যাটার। বিষয়টি দেশের একটি গণমাধ্যম্যকে বিষয়টি নিশ্চিত করেছেন লিটন নিজেই।

৩০ বছর বয়সী লিটন দাস এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ অংশ নিলেও এখনো পর্যন্ত পিএসএলে অভিষেক হয়নি তাঁর। 

এবারে করাচি কিংসের হয়ে খেলার সুযোগ পাওয়ার পাশাপাশি বিসিবির কাছ থেকে গোটা আসরের জন্য এনওসিও পেয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইনজুরির কারণে একটি ম্যাচও খেলা হলো না তাঁর।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর