বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

কোরআন

আল্লাহ তাআলার কালাম বা বাণী। এটি আরবি ভাষায় সর্বোৎকৃষ্ট রচনাসমৃদ্ধ আসমানি কিতাব। ফেরেশতা জিবরাইল (আ.)-এর মাধ্যমে নবী মুহাম্মদ (স.)-এর কাছে দীর্ঘ তেইশ বছরে খণ্ড খণ্ডভাবে অবতীর্ণ হয় পবিত্র কোরআন। এই মহাগ্রন্থে সর্বমোট ১১৪টি সূরা আছে। আয়াত বা পঙ্‌ক্তি সংখ্যা ৬হাজার ৬৬৬ টি; মতান্তরে ৬ হাজার ২৩৬টি। কোরআনের কোনো বিধানকে কেউ অস্বীকার করলে সে মুসলমান থাকে না।

শেয়ার করুন: