শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

পদ্মা পাড়ে যত টুরিস্ট স্পট

আসাদুজ্জামান লিমন
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ১০:১৯ এএম

শেয়ার করুন:

পদ্মা পাড়ে যত টুরিস্ট স্পট

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে দুই পাড়ে উৎসবের আমেজ। এই সেতু এখন জাতির আবেগে রূপ নিয়েছে। ঢাকা ও আশেপাশের ভ্রমণপিপাসুদের প্রিয় গন্তব্য এখন পদ্মা সেতু্। এই সেতুকে ঘিরে ইতিমধ্যে টুরিস্ট স্পটগুলো জমজমাট হয়ে উঠেছে। পদ্মা পাড়ে আগে থেকেই কিছু টুরিস্ট স্পট ছিল। নতুন করে কয়েকটি স্পট আলোচনায় এসেছে। জানুন পদ্মা পাড়ের জনপ্রিয় কয়েকটি টুরিস্ট স্পট সম্পর্কে। 

tourপদ্মা রিসোর্ট


বিজ্ঞাপন


মুন্সীগঞ্জের লৌহজং থানা সংলগ্ন পদ্মার বিস্তৃত চরজুড়ে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন পদ্মা রিসোর্ট। এ রিসোর্টে দিনদিন পর্যটন বাড়ছে। পদ্মা রিসোর্ট দেখলে মনে হবে চরে যেন সেন্টমার্টিন দ্বীপ জেগে আছে। 

সাড়ে তিন শ শতাংশ জমির বিশাল বিস্তৃত চরে প্রকৃতির এক অপার সৌন্দর্য নিয়ে পদ্মা রিসোর্টের কটেজগুলো (কুড়েঘর) নির্মাণ করা হয়েছে। নদীরপাড় সংলগ্ন পদ্মা নদীঘেরা চরের মধ্যে কুড়েঘর ও প্রাকৃতিক পরিবেশ পদ্মা রিসোর্টকে মনোমুগ্ধকর করে রেখেছে। 

tourলৌহজং থানা সংলগ্ন স্থান থেকে ট্রলারে বা স্পিডবোটে পদ্মার ছোট একটি নদী পাড়ি দিয়েই পদ্মা রিসোর্ট। রাতের বেলায় যারা চাঁদ দেখতে এবং ভোরের গ্রামীণ পরিবেশ দেখতে ভালোবাসেন তারা একবার ঢু মেরে আসতে পারেন ঢাকার কাছের এই রিসোর্ট থেকে।  

আড়িয়াল বিল


বিজ্ঞাপন


ঢাকার খুব কাছেই এই মুন্সিগঞ্জ এক ঐতিহ্যবাহী অঞ্চল। আড়িয়াল বিল নিয়ে মানুষের মধ্যে বেশ আগ্রহ। বিলের পানিতে পা ডুবিয়ে চমৎকার একটা দিন পার করতে পারেন।

tourএম জে হলিডে রিসোর্ট

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকার গ্রামের পথ পেরিয়ে পশ্চিম ইছাপুরা গ্রামে সাড়ে ৮ একর বিশাল জমির উপর রয়েছে এম জে হলিডে রিসোর্ট। এই রিসোর্টটিও এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে আচ্ছন্ন। সুইমিং পুল, খেলার মাঠ, পুকুর, সংগীত পরিবেশনের মঞ্চ, নাটক-সিনেমার সুটিংসহ নানা ধরণের বিনোদনের ব্যবস্থা রয়েছে এই রিসোর্টটিতে। এখানে অবকাশ যাপনকারীদের জন্য রয়েছে এসি ও নন-এসি উভয় ধরণের কটেজ।  

tourরিভার ক্রুজ

পদ্মা সেতু চালু হওয়ার পর এখানে লঞ্চ ও স্পিডবোট চলাচল অনেকটাই সীমিত হবে। তখন লঞ্চ ও স্পিডবোটে পদ্মা নদীতে নৌভ্রমণ করে সেতুর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও ট্রলার ভাড়া করে পদ্মা নদীতে ভ্রমণ করতে পারেন। 

এজেড 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর