শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করবে ডিআরইউ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ০১:৫৭ এএম

শেয়ার করুন:

পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করবে ডিআরইউ

পদ্মা সেতু উদ্বোধনের আনন্দের মুহূর্ত স্মরণীয় করে রাখতে বর্ণিল আয়োজন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। শনিবার স্বপ্নের ‘পদ্মা সেতু’র উদ্বোধন ঘিরে  ডিআরইউ ভবন ও আশপাশে আলোকসজ্জা করা হয়েছে। এছাড়াও নানা রঙের বেলুনে সাজানো হয়েছে ডিআরইউ বাগান।  

শনিবার (২৫ জুন) সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি ডিআরইউ বাগানে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে। 


বিজ্ঞাপন


ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব সংগঠনের সদস্যদের বর্ণিল এই আয়োজনে আমন্ত্রণ জানিয়েছেন। 

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, পদ্মা সেতুর এই স্বপ্নের যাত্রার শুরু থেকে উদ্বোধন প্রতিটি মুহূর্তের, ঘটনাপ্রবাহের খবরাখবর সংগঠনের সদস্যরা নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে তুলে ধরে আসছেন। তাই ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ডিআরইউ’র এ আয়োজন।   

বিইউ/এমএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর