সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

‘পদ্মা সেতু বানিয়ে দেশকে হিমালয়ের চূড়ায় তুলেছেন শেখ হাসিনা’

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুন ২০২২, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

‘পদ্মা সেতু বানিয়ে দেশকে হিমালয়ের চূড়ায় তুলেছেন শেখ হাসিনা’

পদ্মা সেতু স্থাপনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের হিমালয়ের চূড়ায় তুলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৪ জুন) সকালে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় প্রধানমন্ত্রীর জনসভাস্থলের সর্বশেষ প্রস্তুতির পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সমগ্র পৃথিবীকে এখানে যুক্ত করেছেন মন্তব্য করে নৌ প্রতিমন্ত্রী বলেন, 'পদ্মা সেতু নিয়ে ইউটিউবে প্রায় ৮০ লক্ষ কনটেন্ট তৈরি করা হয়েছে। একটি স্থাপনা নিয়ে এতো আলোচনা হয়েছে এমন কথা আমরা এর আগে কখনো শুনিনি। তাই এই পদ্মা সেতুর উদ্বোধনী জনসভাও হবে ঐতিহাসিক। বিভিন্ন জায়গা থেকে নৌপথে, সড়কপথে এই জনসভায় লোকজন অংশ নেবে। মানুষের ঠিকানায় পরিণত হচ্ছে কালকের জনসভা। ইতোমধ্যে হাজার হাজার মানুষের পদচারণা শুরু হয়েছে। নৌপথে যারা আসবে তাদের জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।'

khalid-2খালিদ মাহমুদ বলেন, ‘আমরা দারিদ্রতার যাঁতাকলে চলে গিয়েছিলাম, সেই বাংলাদেশকে তুলে এনেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। পদ্মা সেতু স্থাপনের মধ্য দিয়ে তিনি বিশ্বের হিমালয়ের চূড়ায় বাংলাদেশকে তুলে দিয়েছেন। কালকের জনসভাকে জনসভা বলা যাবে না, এটা একটা উদযাপন। যেখানে প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশ নির্মাণের দিক নির্দেশনা দেবেন।'

বৈরী আবহাওয়ার ক্ষেত্রে জনসভায় প্রস্তুতি বাধাগ্রস্ত হবে কি না? এমন প্রশ্নের জবাবে নৌ-প্রতিমন্ত্রী বলেন, 'আমরা বাংলাদেশের মানুষ বৈরি আবহাওয়ার মধ্যেই বেড়ে উঠেছি। বন্যা, খড়া, ঝড়-বাদল এসবে আমরা অভ্যস্ত। বিশেষ করে নদী পাড়ের মানুষ আরও বেশি অভ্যস্ত। তাই বৈরী আবহাওয়া আমাদের গতিকে থামিয়ে দিতে পারবে না।'

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর