শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

পদ্মা সেতু উদ্বোধন: নওগাঁয় মেতে উঠেছে সর্বস্তরের মানুষ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ০১:২২ পিএম

শেয়ার করুন:

পদ্মা সেতু উদ্বোধন: নওগাঁয় মেতে উঠেছে সর্বস্তরের মানুষ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নওগাঁয় মেতে উঠেছে সর্বস্তরের মানুষ।

এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৫ জুন) সকাল ৯টায় শহরের নওজোয়ান মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় গিয়ে শেষ হয়। পরে সেখানে পদ্মা সেতু মূল উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হয়।


বিজ্ঞাপন


শোভাযাত্রাটির নেতৃত্বে দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার, সিভিল সার্জন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সুশীল সমাজ প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ আনন্দ র‌্যালিতে অংশ নেন।

এছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।

অপরদিকে, জেলা আওয়ামী লীগের উদ্যোগেও বিকেলে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর