স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে শনিবার (২৫ জুন) মাগুরার নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়েছে ‘সমৃদ্ধির উৎসব।’
উৎসবে অংশ নেন মাগুরার সরকারি বে-সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতি, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলার সর্বস্তরের মানুষ।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধন সম্প্রচার শেষে স্থানীয় নোমানী ময়দানে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য শেষে নোমানী ময়দানে বেলুন ওড়ানো হয়। এরপর একই স্থান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নোমানী ময়দানে এসে শেষ হয়। এছাড়া সেতু উদ্বোধন উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে আতশবাজি প্রদর্শনী।
প্রতিনিধি/এএ



































































































































































































































































































