শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজায় যানজট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ০৮:৪০ পিএম

শেয়ার করুন:

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজায় যানজট

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকামুখী গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। সাতটি টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতির কারণে যানজট দুই কিলোমিটার ছাড়িয়েছে। সেতুতে উঠতে যানজট পার হয়ে প্রায় এক ঘণ্টা সময় লেগে যাচ্ছে।

বুধবার (১৩ জুলাই) রাত সোয়া আটটায় টোল প্লাজায় সরেজমিনে দেখা গেছে, যানবাহনের দীর্ঘ সারি। খুব ধীর গতিতে গাড়ি সামনে এগোচ্ছে।


বিজ্ঞাপন


টোল প্লাজা সংশ্লিষ্টরা এবং গাড়ি চালকরা জানিয়েছেন, সেতু দিয়ে পারাপারের গাড়ির চাপ বেড়ে গেছে। বিশেষ করে বিকেলে এই চাপ বেশি হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে দক্ষিণাঞ্চলের মানুষেরা ফিরছেন পদ্মা সেতু হয়ে। এজন্য গত দুই দিন ধরেই সেতুটির মাওয়া প্রান্তে গাড়ির দীর্ঘ জট লাগে। এর আগে ঈদের আগে কয়েক দিন মাওয়া প্রান্তে এমন জট চোখে পড়েছে।

গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বপ্নের পদ্মা সেতু। পরদিন ভোরে যানবাহনের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। ফলে এবার দক্ষিণাঞ্চলের যাত্রীরা এবার ভোগান্তি ছাড়াই পদ্মা নদী পাড়ি দিয়ে বাড়ি যেতে এবং আসতে পারছেন। এজন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঈদযাত্রা এবার স্বস্তিদায়ক হয়েছে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর