জমকালো আয়োজনে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের এক মাস পূর্ণ হয়েছে সোমবার। গত ২৫ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের পরদিন থেকে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি। এরই ধারাবাহিকতায় প্রথম দিনে দেশের দীর্ঘতম এই সেতুতে টোল আদায় হয় দুই কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।
সোমবার (২৫ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটে গত এক মাসের টোল আদায়ের হিসেব তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন
ওয়েবসাইটের তথ্য বলছে, উদ্বোধনের পরদিন থেকে (২৬ জুন) গতকাল রোববার (২৪ জুলাই) পর্যন্ত পদ্মা সেতুর দুই পয়েন্ট মিলে (মাওয়া ও জাজিরা) চলাচল করেছে মোট পাঁচ লাখ ৭৫ হাজার ৪৬২টি যানবাহন। আর এসব যানবাহনের কাছ থেকে টোল হিসেবে আদায় হয়েছে মোট ৭৪ কোটি ২৬ লাখ ৬৩ হাজার ১৫০ টাকা।
পদ্মা সেতুর টোলের হিসেব দেখতে এখানে ক্লিক করুন: DhakaMail.com/PadmaBridgeToll
উল্লেখ্য, ক্ষমতাসীন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন জমকালো আয়োজনে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন। ওইদিন নিজ গাড়ির বহরে থাকা ১৮টি যানবাহন পারাপার বাবদ ১৬ হাজার ৪০০ টাকা দিয়ে টোল আদায় কার্যক্রমের উদ্বোধনও করেন সরকারপ্রধান। এরপর থেকে ৩০ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত দেশের সবচেয়ে দীর্ঘ এই সেতুটি পারাপারে টোল আদায়ে নিত্যদিন নতুন নতুন রেকর্ড সৃষ্টি হয়।
/আইএইচ




































































































































































































































































































