পদ্মা সেতু উদ্বোধন সমাবেশে আসা সাধারণ মানুষের মাঝে পানি বিতরণ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বিআইডব্লউটিএ’র অফিসের সামনে থেকে লঞ্চে আসা সাধারণ মানুষের মাঝে এই পানির বোতল বিতরণ করছে র্যাব ৮ এর বরিশালের একটি দল।
বিজ্ঞাপন
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন ঘিরে আনন্দে ভাসছে দক্ষিণাঞ্চলবাসী। ফরিদপুরের ভাঙ্গা থেকে কাঁঠালবাড়ীয়া পর্যন্ত পথে পথে দলে দলে হাজার হাজার মানুষ। শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিতে দলে দলে মানুষের পদযাত্রা।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব ৮ বরিশালের অধিনায়ক ডিআইজি মো. জামিল হাসানের নেতৃত্বে শনিবার (২৫ জুন) সকাল থেকেই অসংখ্য মানুষের মাঝে পানির বোতল বিতরণ করছেন র্যাব সদস্যরা।
বরিশাল থেকে সমাবেশে থাকা সাধারণ মানুষেরা বলেন, লঞ্চ থেকে নেমে সমাবেশের পথে যাওয়ার সময় দেখলাম র্যাবের সদস্যরা পানি বিতরণ করছে। গরমের মধ্যে হঠাৎ পানির বোতল পেয়ে আমরা অভিভূত।
র্যাব সদস্যরা জানায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা লোকজনের তৃষ্ণা নিবারণের জন্য আমরা সকাল থেকেই পানির বোতল দিচ্ছি। ইতোমধ্যে কয়েক হাজার বোতল পানি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ বলেন, আমাদের সদস্যরা সারাদিনই পানি বিতরণ করবে। অনেক পানির বোতল রয়েছে। যা সমাবেশে আসা মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।
ডিএইচডি/এএস



































































































































































































































































































