শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

স্বপ্ন জয়ের আনন্দে মেতেছে নীলফামারীবাসী

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

স্বপ্ন জয়ের আনন্দে মেতেছে নীলফামারীবাসী

পদ্মা সেতু। এক স্বপ্নের নাম। আর সেই স্বপ্ন আজ বাস্তব। এক অনন্য বাস্তবতার সাক্ষী হয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসী কাঙ্ক্ষিত সেই স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন করলো। আর এই উদ্বোধনের আনন্দে মেতেছে নীলফামারীবাসীও।

শনিবার (২৫ জুন) সকাল থেকেই পদ্মাসেতুর বিভিন্ন গান ও প্রচারণায় মুখর ছিল জেলা শহর। সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ইয়াসির আরেফিনের নেতৃত্বে এক আনন্দ সোভা যাত্রা বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে উপস্থিত হয়। এ সময় জেলা পুলিশ সুপার মোখলেসুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


হাজারো শিক্ষার্থীর পদচারণা ও সাধারণ মানুষের উপস্থিতিতে শোভা যাত্রায় যোগ হয়েছিল নতুন মাত্রা। এছাড়াও পুলিশ আনছার ও সরকারি বেসরকারি চাকরিজীবীরাও উপস্থিত ছিলেন।

এদিকে, সকাল ১০টায় জেলা পরিষদের আয়োজনে জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের নেতৃত্বে হাজারো মানুষ নিয়ে এক আনন্দ র‍্যালি শহরের বড় বাজার থেকে বের হয়ে জেলা পরিষদ প্রাঙ্গণে এসে মিলিত হয়। ব্যতিক্রমী নানা আয়োজনে মুখরিত ছিল এই র‍্যালি।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে উদ্বোধনী অনুষ্টান উপভোগ করে সকলে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর