মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ওয়েস্ট ইন্ডিজেও হলো পদ্মা সেতুর উদযাপন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

ওয়েস্ট ইন্ডিজেও হলো পদ্মা সেতুর উদযাপন

পদ্মা সেতুর উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগেই। স্বপ্নের এই সেতুকে ঘিরে আবর্তিত হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সুদূর ওয়েস্ট ইন্ডিজ থেকেও হয়েছে এই উদযাপনের সঙ্গী। ড্রেসিং রুমে কেক কেটে দেশের বৃহত্তম সেতুর উদ্বোধন নিজেদের মতো করে উদযাপন করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা।

বিশাল কেকের প্রায় পুরো অংশ জুড়েই ছিল পদ্মা সেতু। এক পাশে ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। কেকের ওপর লেখা ছিল, 'নেতৃত্বের উপহার যার জন্য আমরা গর্বিত।' 


বিজ্ঞাপন


এর আগে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান টেস্ট সিরিজটির নামকরণও করা হয়েছিল স্বপ্নের এই সেতুর নামে। ‘পদ্মা ব্রিজ ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ’ নাম রাখা হয়েছিল সিরিজটির। 

তবে পদ্মা সেতুর মতো দেশবাসীকে গর্বিত করতে পারেননি টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হেরে এরই মধ্যে ব্যাকফুটে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই সাকিব আল হাসানের দল। 

এআইএ  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর