শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

বর্ণিল আয়োজনে জবিতে পদ্মা সেতুর উদ্বোধন উৎসব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ০৭:৪৫ পিএম

শেয়ার করুন:

বর্ণিল আয়োজনে জবিতে পদ্মা সেতুর উদ্বোধন উৎসব
ছবি: ঢাকা মেইল

স্বপ্ন ছুঁয়েছে পদ্মার বুক চিরে মাথা উঁচু করে দাঁড়ানো সেতু। আনুষ্ঠানিক উদ্বোধনও করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের দীর্ঘতম এই সেতুর উদ্বোধনকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়েছে রাজধানীসহ সারাদেশে। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও (জবি) বর্ণিল আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উৎসব পালিত হয়েছে।

শনিবার (২৫ জুন) সকাল থেকেই পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জবির ভাষা শহীদ রফিক ভবন চত্বরে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বড় পর্দায় এলইডি মনিটরের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত সকলেই পদ্মা সেতুর উদ্বোধন উৎসব উপভোগ করেন।


বিজ্ঞাপন


পরে সংক্ষিপ্ত সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ছাড়াও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা এ দিন কেক কাটা ছাড়াও মিষ্টান্ন বিতরণের মধ্য দিয়ে আনন্দ উৎসব করেন। এছাড়া জবির সঙ্গীত বিভাগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আনন্দ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জবির প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি কন্টিনজেন্টের অফিসার ইনচার্জ ও কোম্পানি কমান্ডার (পিইউও) আতিয়ার রহমানের নেতৃত্বে সিইউও মো. মামুন শেখ, সিইউও রেজওয়ানা জাহান রিয়াসহ একদল চৌকস ক্যাডেট, রোভার স্কাউটস এবং রেঞ্জার ইউনিটের সদস্যবৃন্দ এ দিন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর