শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

পদ্মা সেতুতে নাশকতা ঠেকাতে সজাগ আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন ২০২২, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতিক্ষার পদ্মা সেতুতে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

বুধবার (২৯ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণবিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের এ কথা বলেন তিনি। 


বিজ্ঞাপন


পদ্মার দুই পাড়ে দুটি থানা স্থাপন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, থানাগুলোতে যথেষ্ট সংখ্যক পুলিশ নিয়োজিত রয়েছে। যাতে নাশকতা কিংবা কোনো ধরণের ঘটনা না ঘটে সেজন্য আমরা সজাগ রয়েছি। 

এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, সেখানে ক্যামেরা বসানো আছে। সব কিছু নজরদারিতে রয়েছে। 

পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে সেতু বিভাগ চিন্তা-ভাবনা কারছে। এছাড়া অন্যান্য সংস্থাও এনিয়ে আলোচনা করছে।

টিএ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন


News Hub