শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ঈদের পর বন্ধ হতে পারে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

ঈদের পর বন্ধ হতে পারে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিলেও নিয়ম না মানলে ঈদের পর আবারও বন্ধ হতে পারে মোটরসাইকেল চলাচল। 

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরীক্ষামূলক সিদ্ধান্ত, যদি নিয়ম না মানা হয় তাহলে আবারও নিষিদ্ধ হবে মোটরসাইকেল চলাচল।


বিজ্ঞাপন


এর আগে, মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে। সেতু দিয়ে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘণ্টায় ৬০ কি.মি.। এছাড়া সেতুর মধ্যে মোটরসাইকেল চলার জন্য আলাদা লেন থাকবে।

ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলতে হবে সার্ভিস লেন দিয়ে। কোনোভাবে মূল সেতুতে মোটরসাইকেল আসতে পারবে না।

উল্লেখ্য, পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম দিনে অন্তত ৪৫ হাজার যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭ হাজার। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। 

এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর