রাত পোহালেই দ্বার খুলবে স্বপ্নের সেতুর। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জনসভায় যোগ দিতে মাওয়ার পথে রওয়ানা হয়েছেন বরগুনার প্রায় সাত হাজার মানুষ।
বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন তার নির্বাচনী এলাকার দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন আগ্রহীদের জনসভায় যোগ দিতে। এজন্য তিনি ৩টি লঞ্চ বামনা, পাথরঘাটা ও বেতাগী থেকে আজ শুক্রবার (২৪ জুন) বিকেল ৩টায় নেতা-কর্মীদের নিয়ে ছেড়ে গেছেন। যাতে করে রাতে কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছাতে পারেন।
বিজ্ঞাপন
অপরদিকে পদ্মা সেতুর উদ্বোধনের সংবাদে দক্ষিণের জেলা বরগুনার ছয়টি উপজেলায় এখন সাজসাজ রব। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে।
পৌর শহরের প্রবেশদ্বার রঙিন পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়েছে।
সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন বলেন, আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দক্ষিণাঞ্চলের মানুষ আজ চিরকৃতজ্ঞ। আমরা বরগুনাবাসী আনন্দিত। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে আমার সংসদীয় তিনটি উপজেলা থেকে তিনটি লঞ্চ দিয়েছি, যাতে আমার আসনের মানুষ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
প্রতিনিধি/এইচই