বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

মোটরসাইকেলে নৌকা নিয়ে মাওয়া পাড়ে ঘুরছেন মাগুরার শহর আলী

বোরহান উদ্দিন
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

মোটরসাইকেলে নৌকা নিয়ে মাওয়া পাড়ে ঘুরছেন মাগুরার শহর আলী

কত মানুষের কত শখ। অদ্ভুত সব কাণ্ডে প্রাণ পায় যে কোনো আয়োজন।  মাগুরার শালিখার মাগুরার শেখ শহর আলী বঙ্গবন্ধু পারবি এই মানুষটি মাগুরা থেকে এসেছেন নৌকা নিয়ে।

বাশের চাটাই আর কাঠ দিয়ে তৈরি এই নৌকাটি লাল কাপড়ে মোড়ানো। সামনে উড়ছে জাতীয় পতাকা। ঝোলানো হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি।


বিজ্ঞাপন


নৌকার সামনে বসানো হয়েছে সাউন্ড বক্স। যাতে একে একে বাজানো হচ্ছে দেশাত্মবোধক নানা গান। 

কৃত্রিম এই নৌকাটি একটু পুরনো মোটরসাইকেলের উপর বসিয়ে মাগুরা থেকে বৃহস্পতিবার এসেছেন শহর আলী। শনিবার সকাল থেকে পদ্মাপারের মাওয়া প্রান্তে এটি নিয়ে এদিক ওদিক ছুটছেন। সবাই দেখে বেশ তৃপ্তিও পাচ্ছেন। কেউ সেলফি তুলছেন।

ঢাকা মেইলকে শহর আলী জানান, তিনি একজন শিল্পী। গান করেন তবলা হারমোনিয়াম বাজিয়ে। পদ্মা সেতুর উদ্বোধনের দিন কাছ থেকে দেখতে এসেছেন। নৌকাটি প্রধানমন্ত্রীকে দেখাবেন। কিন্তু নিরাপত্তা বলয়ের কারণে সেটা সম্ভব হচ্ছে না। তাই সড়কে সড়কে ঘুরছেন। 

এসময় তিনি পদ্মা সেতু ও শেখ হাসিনাকে নিয়ে একটা গানও গেয়ে শোনান। 


বিজ্ঞাপন


বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর