শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

কালবৈশাখী ঝড়ে পদ্মা সেতু ২ ঘণ্টা বিদ্যুৎহীন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মে ২০২৩, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

কালবৈশাখী ঝড়ে পদ্মা সেতু ২ ঘণ্টা বিদ্যুৎহীন

কালবৈশাখী ঝড়ে পদ্মা সেতু মঙ্গলবার (১৬ মে) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ ঘণ্টা বিদ্যুতহীন ছিল। তবে এতে টোল আদায় বা সেতুতে যান চলাচল বিঘ্ন ঘটেনি।

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং অফিসের এজিএম সৌমিক নাসের বলেন, ঝড় ও বজ্রপাতে পদ্মা সেতুর ৩৩ কেভি লাইন ট্রিপ করে। অর্থাৎ বন্ধ হয়ে যায়।


বিজ্ঞাপন


ঝড়-বৃষ্টি বন্ধ হলে প্রায় পৌনে ১ ঘণ্টা পর  শ্রীনগর গ্রিড থেকে যুক্ত হওয়া প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ বিদ্যুতের গ্রিড লাইন দু’টি টিম পরীক্ষা করে। একটি টিম দোগাছি থেকে ছনবাড়ি পর্যন্ত এবং আরেক টিম দোগাছি থেকে কাজীর পাগলা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে লাইন চেক করতে বের হয়।
লাইন ঠিক পাওয়ার পর ট্রায়াল দেওয়া হয়। ট্রায়ালে লাইন টিকে যাওয়ায় চালু করা হয় পদ্মা সেতুর বিদ্যুৎ সরবরাহ। মাওয়া প্রান্তে রাত ৮টায় বন্ধ হওয়া লাইন চালু হয় রাত ১০টায়।

এদিকে ঝড়ের কারণে জাজিরা প্রান্তে বিদ্যুৎ বন্ধ হয় ৭টা ৫৪ মিনিটে। চালু হয় ৮টা ৪৫ মিনিটে।

নাম প্রকাশে অনিচ্ছুক পদ্মা সেতুর এক কর্মকর্তা জানান, সেতুতে বিদ্যুৎ না থাকলেও জেনারেটর দিয়ে টোল প্লাজার কার্যক্রম চালু রাখা হয়। টোল প্লাজায় টিকিট কাটার সময় যানবাহনের চালকদের হেডলাইট জ্বালিয়ে সাবধানে সেতুতে চলাচলের পরামর্শ দেওয়া হয়।

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জানিয়েছে, প্রায় সাড়ে ১০ মাস আগে চালু হওয়ায় পদ্মা সেতুতে কোন বিদ্যুৎ বিভ্রাট হয়নি। তবে প্রাকৃতি বিপর্যয় তথা ঝড়ের কারণে দ্বিতীয় বারের মতো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলো।


বিজ্ঞাপন


এর আগে ২০২২ সালের ২৫ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে এখন পুরো সেতুতেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর