বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

পদ্মা সেতু: শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২২, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

পদ্মা সেতু: শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ

শুক্রবার (২৪ জুন) তিনি এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।


বিজ্ঞাপন


ওই চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপ্তিতে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও দেশটির জনগণকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাতে চাই।

তিনি বলেন, ‘ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের উন্নয়ন যাত্রায় এ সেতুটির উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটা বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পের একটি প্রমাণ।’

শাহবাজ শরিফ আরও বলেছেন, ‘আমি এমন উৎসবমুখর সময়ে দেশটির প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সুখ কামনা করি। এছাড়া আমি বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানাতে চাই।’

সূত্র : টিবিএস


বিজ্ঞাপন


এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর