বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক ‘পদ্মা সেতু’ উদ্বোধনের আনন্দে শামিল হতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সম্পন্ন করেছে নানামুখী আয়োজন।
বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো পদ্মা সেতু। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের এই বহুমাত্রিক আয়োজনকে স্মরণীয় করে রাখতে বর্ণিল সাজে সাজানো হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ দক্ষিণ সিটির আওতাধীন গুরুত্বপূর্ণ মূল সড়ক ও বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ মোড়।
বিজ্ঞাপন

আলোকিত নগর ভবন রাতের ভিন্ন অবয়বে যেন জানান দিয়ে চলেছে- পদ্মা সেতুর আলোকচ্ছটায় বিমোহিত নগরবাসী! এছাড়াও, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কের মোড়গুলো যেন উদ্বোধনের মাহেন্দ্রক্ষণকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা, তার বলিষ্ঠতা ও সততার বার্তা সগর্বে বিলিয়ে চলেছে।
ডিএইচডি/এএস



































































































































































































































































































