অপেক্ষার প্রহর শেষ হলো। খুলে গেল দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার স্বপ্নের সেতু। আজ ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। বিশেষ এই দিনটিকে উপলক্ষ্য করে নানা আয়োজন করা হয়। এর মধ্যে অন্যতম ছিল বিমানের মহড়া। পদ্মা সেতুতে দাঁড়িয়ে বিমান বাহিনীর এই বিশেষ মহড়া উপভোগ করেন প্রধানমন্ত্রী।
বিমান বাহিনীর কসরতে ৩১টি বিমান ও হেলিকপ্টার অংশগ্রহণ। এর মধ্যে অন্যতম ছিল বিমান বাহিনীর যুদ্ধবিমান মিগ-২৯। প্রথমে কিছু হেলিকপ্টার বাংলাদেশের পতাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করে।
বিজ্ঞাপন
এরপর নানা রঙের বাহার দেখায় মিগ ২৯সহ কিছু বিমান। কখনো লাল-সবুজ, কখনো হলুদ-লাল-নীল রঙের ধোঁয়ায় রঙিন হয়ে ওঠে আকাশ।
বিশেষ দিনে বিমান বাহিনীর পক্ষ থেকে এমন মহড়া করা হয়ে থাকে। বিমানের জ্বালানির সঙ্গে রঙ মিশিয়ে বিশেষ কায়দায় রঙিন ধোঁয়া তৈরি করা হয়।
এছাড়া কয়েকটি বিমান পাশাপাশি ওড়া, নির্দিষ্ট দূরত্বে থেকে সোজা ওপরের দিকে ওড়া কিংবা হঠাৎ উল্টে যাওয়ার মতো কাজগুলো করেন তারা। দক্ষ পাইলটের সাহায্য এই মহড়াগুলো করা হয়।
এনএম



































































































































































































































































































