শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

পদ্মা সেতু সংলগ্ন দোকানপাট-বাজার বন্ধের নির্দেশ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুন ২০২২, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

পদ্মা সেতু সংলগ্ন দোকানপাট-বাজার বন্ধের নির্দেশ
ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শনিবার (২৫ জুন) স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ মানুষ এই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে উপস্থিত থাকবেন। তাই নিরাপত্তার কথা ভেবে আজ  শুক্রবার (২৪ জুন) মাগরিবের পর থেকে পদ্মা সেতু সংলগ্ন মাওয়া বাজার ও আশপাশের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল।

লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে পদ্মা সেতু এলাকার আশপাশের দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মাগরিবের পর থেকে আগামীকাল পদ্মা সেতু উদ্বোধন পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে। এছাড়া মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ নেওয়া হয়েছে সকল ধরনের প্রস্তুতি।


বিজ্ঞাপন


মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার আবদুল মোমেন বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পদ্মার দুই প্রান্তে পাঁচ ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রায় দুই হাজারও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা কাজ করবে।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর