মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ঢাকা

পদ্মা সেতুতে ফের দুর্ঘটনা, প্রাইভেটকারের দুই যাত্রী আহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ০৬:৩৩ এএম

শেয়ার করুন:

পদ্মা সেতুতে ফের দুর্ঘটনা, প্রাইভেটকারের দুই যাত্রী আহত

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজার কাছে দক্ষিণবঙ্গগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ‍ওপর উঠে গেছে।

বৃহস্পতিবার রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাইভেটকারের দুই যাত্রী আহত হয়েছেন।


বিজ্ঞাপন


হাসাঁড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক উৎপল দাশ জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছির। পথে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে উঠে যায়। এতে যানটিতে থাকা দুই যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

padma-6

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক বজলুর রহমান জানান, গত বুধবার পদ্মা সেতু টোল প্লাজার সামনে এই রকম দুর্ঘটনা ঘটেছিল। আজও একই জায়গায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায়। আহত দুইজনের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রেকার দিয়ে প্রাইভেটকারটি সরিয়ে নেওয়া হয়েছে। সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর