শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

স্বপ্ন-পদ্মা-সেতু পেল প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০২২, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

স্বপ্ন-পদ্মা-সেতু পেল প্রধানমন্ত্রীর উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার স্বর্ণের চেইন পেয়েছেন তিন নবজাতক স্বপ্ন-পদ্মা-সেতু’র অভিভাবক। 

সোমবার (২০ জুন) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জে নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম অপুর বাড়িতে প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা নিয়ে যান প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক।


বিজ্ঞাপন


এ সময় তিনি উপহারস্বরূপ এক ভরি করে তিনটি পৃথক স্বর্ণের চেইন, ফলমূল ও পোশাক দিয়ে যান ওই তিন নবজাতককে। যা প্রধানমন্ত্রীর উপহার৷

নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম অপু এই তথ্য নিশ্চিত করেছেন।

towin

এর আগে গত শনিবার (১৮ জুন) নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে এক ছেলে ও দুই মেয়ে জন্ম দেন অ্যানি বেগম।


বিজ্ঞাপন


আশরাফুল-অ্যানি দম্পতি ছেলের নাম রেখেছেন ‘স্বপ্ন’। দুই মেয়ের নাম রেখেছেন ‘পদ্মা’ ও ‘সেতু’, যা একসঙ্গে হয় স্বপ্নের পদ্মা সেতু। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।

কারই/ একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর