শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

সমাবেশস্থলে জাফরুল্লাহ: ‘খালেদা জিয়াকেও দাওয়াত দেওয়া উচিত ছিল’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ১১:২৩ এএম

শেয়ার করুন:

loading/img

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধীসামবেশস্থলে যোগ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (২৫ জুন) সকালে লুঙ্গি পরে হুইল চেয়ারে করে মাওয়াপ্রান্তে সমাবেশস্থলে হাজির হন।


বিজ্ঞাপন


এসময় তিনি সাংবাদিকদের বলেন, আজকে আমাদের স্বপ্ন, আমাদের যোগসূত্র, প্রধানমন্ত্রীরে সাহসী উদ্যোগ দেখতে পাচ্ছি, সেজন্য আমরা আনন্দিত। তবে ওনার কাছে আমার একটাই আবেদন থাকবে, এই পদ্মা সেতু দিয়ে অ্যাম্বুলেন্সের যেন টোল ফ্রি থাকে, আর বিদেশিদের জন্য ডবল ট্যাক্সের ব্যবস্থা থাকে। এখন প্রধানমন্ত্রীর দেশের গণতন্ত্রের দিকে নজর দিতে হবে।

বিএনপির ৭ জনকে দিয়েছিল, সেটা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নে জবাবে ডা. জাফরুল্লাহ বলেন, এ বিষয়ে আমি বলতে পারবো না। আমাকে দাওয়াত দিয়েছে সেজন্য আমি খুশি। আমি মনে করি খালেদা জিয়াকে আজকে দাওয়াত দেওয়া উচিত ছিল। তাকে জামিন দিয়ে এখানে তার আসা উচিত ছিল। ভালো কাজের প্রশংসা করি, করতে হবে।

এসময় জাফরুল্লাহর বলেন, আমি চাই তিনি (প্রধানমন্ত্রী) যেন একটা খোলা জিপে করে পদ্মা সেতু পার হন।

সমাবেশস্থলে জাফরুল্লাহর পাশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে (বীরউত্তম) বসে থাকতে দেখা গেছে।


বিজ্ঞাপন


টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

News Hub