শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

চাঁদপুরে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

loading/img

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা হয়েছে। শনিবার (২৫ জুন) সকালে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহ‌রের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি চাঁদপুর স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

চাঁদপুর জেলা প্রশাসন উৎসবমুখর পরিবেশে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছিল। সকাল ৯টায় শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সরকারি কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।


বিজ্ঞাপন


সকাল ১০ টায় চাঁদপুর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রদর্শন করা হয়। বেলা ১১টায় জেলা প্রশাসনের আলোচনা সভা ও দুপুর সাড়ে ১২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

এদিকে, চাঁদপুর স্টেডিয়ামের অনুষ্ঠানে অংশ নেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ ওসমান গনি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক রিয়াদ প্রমুখ।

প্রতিনিধি/ একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন


News Hub