শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ঢাকা

৬ দিনে পদ্মা সেতু, আছে রেললাইনও!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ০৮:০৬ এএম

শেয়ার করুন:

৬ দিনে পদ্মা সেতু, আছে রেললাইনও!

ছবিটা দেখলে হঠাৎ করে যে কেউ দ্বিধায় পড়তে পারেন। কারণ অবিকল পদ্মা সেতুর মতো দেখতে সেতুটি। যেটি বানাতে ২৪ জনের মাত্র ছয় দিন সময় লেগেছে।

সাগরকন্যাখ্যাত জেলা পটুয়াখালীর সার্কিট হাউস পুকুরে নির্মিত সেতুটি মূলত পদ্মা সেতুর রিপ্লেকা!


বিজ্ঞাপন


সারাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে পটুয়াখালী সার্কিট হাউসের পুকুরে বানানো হয়েছে সেতুটি। মূল পদ্মা সেতুর আদলে নির্মাণ করা রিপ্লেকা দেখতে ভিড় করছেন সর্বস্তরের মানুষ।

সেতু নির্মাণের দায়িত্বে থাকা শ্রমিকরা বলছেন, এই সেতু নির্মাণ করতে ২৪ জনের ছয় দিন লেগেছে। পুকুরে নির্মিত এই সেতুতে শনিবার (২৫ জুন) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসন এবং পৌরসভার যৌথ এই অয়োজনে হাজারও মানুষ অংশ নেবেন বলে প্রত্যাশা আয়োজকদের।

সেতুটি নির্মাণের দায়িত্বে থাকা একজন শ্রমিক জানান, ‘বাঁশ ও কাঠ দিয়ে ১৯টি স্প্যানের ওপরে নির্মাণ করা এই সেতুর দৈর্ঘ্য প্রায় ৪০০ ফুট । সেতুতে পানির ছয় ফুট উপরে রেললাইন নির্মাণ করা হয়েছে। উপরে দুই পাসে ২০টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। 


বিজ্ঞাপন


এছাড়া সেতুটি আলোকিত ও দৃষ্টিনন্দন করতে লাইটিং ও বিভিন্ন রঙ লাগনো হয়েছে। নির্মাণে ৪৮৫টি বাঁশ, ৫০০ ঘনফুট কাঠ এবং ১৫০টি প্লাইউড ব্যবহার করা হয়েছে।’

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর