বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

পদ্মা সেতু উদ্বোধনের দিন তিন সেতুর টোল মওকুফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০২২, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

পদ্মা সেতু উদ্বোধনের দিন তিন সেতুর টোল মওকুফ
ফাইল ছবি

আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু। ওই দিনের অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের যানবাহনসহ সাধারণ যানবাহনের যানজটবিহীন নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মাওয়া রোডের বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হয়েছে।

সোমবার (২০ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে বলা হয়, পদ্মা সেতু উদ্বোধনের দিন (কেবল ২৫ জুনের জন্য) অভ্যাগত অতিথিদের যানবাহনসহ সাধারণ যানবাহনের যানজটবিহীন নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার স্বার্থে জাতির পিতা শেখ মুজিবুর রহমান মহাসড়কের একই করিডোরে অবস্থিত বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হলো।

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন মাওয়া প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রায় তিন হাজার সুধীকে দাওয়াত করা হয়েছে। এছাড়া ওইদিন বিকেলে জাজিরা প্রান্তে সমাবেশের আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেখানে প্রায় ১০ হাজার লোকের উপস্থিতির টার্গেট নিয়েছে দলটি।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর