শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

নেত্রীর কথামতো পদ্মা সেতুতে উঠবেন না, বিএনপিকে শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন ২০২২, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

নেত্রীর কথামতো পদ্মা সেতুতে উঠবেন না, বিএনপিকে শাজাহান খান
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে বিরূপ মন্তব্য করে সেই সেতুতে কাউকে না ওঠার আহ্বান জানিয়েছিলেন। এজন্য বিএনপি নেতাকর্মীদের পদ্মা সেতুতে না উঠতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি।

রোববার (২৬ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২২- ২৩ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।


বিজ্ঞাপন


বিএনপি নেতাদের উদ্দেশ্য করে শাজাহান খান বলেন, ‘আপনাদের প্রতি অনুরোধ, দয়া করে আপনারা কেউ পদ্মা সেতু দিয়ে নদী পার হবেন না। আপনাদের জন্য নৌকা রেখে দেবো, আপনারা নৌকায় নদী পার হবেন। দয়া করে আপনাদের নেত্রীর (বেগম খালেদা জিয়া) কথার অমান্য করবেন না।’

শাজাহান খান বলেন, ‘যারা এই সেতু বাস্তবায়নে ষড়যন্ত্র করেছেন তাদের আইনের আওতায় আনা হোক। এক শ্রেণির বুদ্ধিজীবী যারা প্রতিনিয়ত দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে আসছে, তাদেরও আইনের আওতায় আনার দাবি করছি।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘পদ্মার পারসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের জীবনের অসহনীয় দুর্ভোগের অবসান ঘটেছে এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে। গতকাল আওয়ামী লীগ যে সমাবেশ করেছে তা বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ। স্বতঃস্ফূর্ত সমর্থন এর আগে দেখিনি। এর আগে ঢাকায় এসেছি লঞ্চে, পরবর্তী সময়ে ফেরিতে এসেছি।’

শাজাহান খান বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় এক অনন্য দৃষ্টান্ত রেখে চলেছেন শেখ হাসিনা। একের পর এক উন্নয়ন করে এ ধারা অব্যাহত রেখেছেন। এক শ্রেণির সুশীল সমাজ পদ্মা সেতুকে নিয়ে যে ষড়যন্ত্র করে আসছিলেন, এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। খালেদা জিয়া ঈর্ষান্বিত হয়ে বলেছিলেন, আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু করতে পারবে না। জোড়াতালি দিয়ে এই সেতু বাস্তবায়ন হবে না।’ এ সময় তিনি খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের সেতুতে না ওঠার আহ্বান জানান।


বিজ্ঞাপন


টিএ/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর