সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ঢাকা

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের চাপ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ জুলাই ২০২২, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের চাপ

ঈদের পরদিন পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। প্রায় চার কিলোমিটারজুড়ে ধীরগতিতে চলছে গাড়ি। সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে যানবাহনকে কিছুটা সময় এখানে অপেক্ষা করতে হচ্ছে।

সোমবার (১১ জুলাই) সকালে পদ্মা সেতুর উত্তর প্রান্তের টোল প্লাজা থেকে শ্রীনগর পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে একটু সময় লাগছে। এতে টোল প্লাজায় যানবাহনের সারি রয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। তবে অল্প সময়ের মধ্যেই টোল দিয়ে যানবাহনগুলো সেতু পারাপার হয়ে নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছে।  


বিজ্ঞাপন


পদ্মা সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল হোসেন ঢাকা মেইলকে জানান, ঈদের দিন যানবাহনের চাপ অনেকটাই কম ছিল। তবে আজ ঈদের দ্বিতীয় দিনে অতিরিক্ত যানবাহনের চাপ ও সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে টোল প্লাজায় এসে যানবাহনকে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে। তবে সর্বোচ্চ আট থেকে ১০ সেকেন্ড সময় লাগে টোল আদায়ে। এখানে গণপরিবহনের চাইতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি বলে জানান তিনি।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই বজলুল হক দুপুরে জানান, সকালে এক্সপ্রেসওয়েতে যানবাহনের দীর্ঘ সারি ছিল। এখন যানজট অনেকটাই কমে এসেছে।

গত ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ভোর থেকে সেতুটি খুলে দেওয়া হয় যানবাহন চলাচলের জন্য। এই সেতুটির কারণে দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রা এবার অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে। ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার যে যন্ত্রণা সেটা ভোগ করতে হয়নি তাদের। মাত্র কয়েক মিনিটে পদ্মা নদী পাড়ি দিতে পেরে খুশি গোটা দক্ষিণাঞ্চলের মানুষ।

প্রতিনিধি/জেবি


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর