মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের সাক্ষী হলো যশোরবাসী

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ০৬:৫৬ পিএম

শেয়ার করুন:

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের সাক্ষী হলো যশোরবাসী

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের সাক্ষী হলেন যশোরের সর্বস্তরের মানুষ। জেলার টাউন হল ময়দানে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন নানা শ্রেণী-পেশার সকল বয়সের মানুষ।

উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, জেলা শিক্ষা অফিসার গোলাম আজম, সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টা থেকে টাউন হল ময়দানে আসতে শুরু করেন তারা।

পদ্মা সেতু উদ্বোধনে উচ্ছ্বসিত জনতা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পেরে তারা গর্বিত ও আবেগাপ্লুত। 

এ সেতু যশোর অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে উল্লেখ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে আগতরা।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৯টায় যশোর কালেক্টরেট চত্বরে আতশবাজি উৎসবের আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর