বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মেহেরপুরে শোভাযাত্রা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মেহেরপুরে শোভাযাত্রা
ছবি: ঢাকা মেইল

স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে শোভাযাত্রাটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে গিয়ে বেলুন উড়িয়ে শোভাযাত্রার শেষ হয়।


বিজ্ঞাপন


শোভাযাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠান নিজস্ব ব্যানারে অংশগ্রহণ করেন। পরে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে প্রজেক্টরের মাধ্যমে স্বপ্নের সেতুর বর্ণিল উদ্বোধন সরাসরি দেখানো হয়।

শোভাযাত্রায় মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা, (রাজস্ব) লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ। মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মেহেরপুর মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মোজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, গাংনী পৌর সভার মেয়র আহম্ম্মদ আলী, মেহেরপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন আজ শনিবার (২৫ জুন) সন্ধ্যায় শহীদ সামসুজ্জোহা পার্কে জমকালো আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর