শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ঢাকা

আজ চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর ১০ স্টেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৩, ০৮:০২ এএম

শেয়ার করুন:

আজ চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর ১০ স্টেশন
ফাইল ছবি

মেট্রোরেলের মিরপুর ১০ স্টেশন চালু হচ্ছে আজ বুধবার (১ মার্চ)। মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে এটি চালু হচ্ছে। এতে স্টেশন থেকে যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে যাতায়াত করতে পারবেন। এই মাসেই আরও একাধিক স্টেশন চালুর পরিকল্পনা আছে মেট্রোরেল কর্তৃপক্ষের।

জানা গেছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ মার্চ মাসের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি চারটি স্টেশনও চালু করবে। আর জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


এর আগে ভাষার মাস ফেব্রুয়ারিতে চতুর্থ স্টেশন হিসেবে যাত্রী চলাচলের জন্য চালু হয় ‘উত্তরা সেন্টার’। গত ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই স্টেশন।

মিরপুর-১০ থেকে উত্তরা উত্তর স্টেশনের ভাড়া ৪০ টাকা, উত্তরা সেন্টার ও দক্ষিণ স্টেশনের ভাড়া ৩০ টাকা, পল্লবী ২০ টাকা এবং আগারগাঁও ২০ টাকা।

চালু হতে যাওয়া মিরপুর-১০ স্টেশন নিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, মিরপুর-১০ অধিক জনবহুল এলাকা। এখান থেকে আমরা অধিক সংখ্যক যাত্রী পাব। তবে স্টেশন ও মেট্রোট্রেন ব্যবহারে এই এলাকার মানুষের অভ্যস্ত হতে ১৫-২০ দিন সময় লাগবে।

স্টেশনটি চালু হলে মিরপুরের বাণিজ্যিক এলাকা হিসেবে খ্যাত মিরপুর-১০ নম্বর থেকে যাত্রীরা অনায়াসে মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন। এ স্টেশন চালু হওয়ায় এখন থেকে মেট্রোরেলে আরও বেশি যাত্রী যাতায়াত করবে বলে প্রত্যাশা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


মিরপুর-১০ স্টেশনের সহকারী ম্যানেজার সামিউল কাদীর বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ। সবকিছু ঠিক থাকলে আজ সকাল থেকে যাত্রীরা এই স্টেশনটি ব্যবহার করতে পারবেন।

গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরা (দিয়াবাড়ী), আগারগাঁও স্টেশন দিয়ে যাত্রা শুরু করে মেট্রোরেল। পরে পল্লবী স্টেশন উন্মুক্ত করে দেওয়া হয়। সবশেষ মেট্রোরেলের চতুর্থ স্টেশন হিসেবে খুলে উত্তরা সেন্টার স্টেশনটি।

ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের দৈর্ঘ্য ২১ কিলোমিটার। যা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এই প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে। এছাড়া মেট্রোরেলের দ্বিতীয় অংশ (আগারগাঁও থেকে মতিঝিল) ২০২৩ সালের শেষদিকে চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।

ডিএইচডি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর