বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

৪০ মিনিট দেরিতে ছাড়ল মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ১১:২১ এএম

শেয়ার করুন:

৪০ মিনিট দেরিতে ছাড়ল মেট্রোরেল
ছবি: সংগৃহীত।

কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর ট্র্যাকে ছুটেছে মেট্রোরেল। এতে সাতসকালেই অফিসগামীদের পড়তে হয়েছে বিড়ম্বনায়।

প্রতিদিনের মতো সোমবার (৭ আগস্ট) নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টায় মেট্রোরেল চালুর কথা ছিল। তবে এর কিছু আগেই ট্রাকে সমস্যা ধরা পড়ে। পরে সেটি সমাধানের পর সকাল ৮টা ৪০ মিনিটে উত্তরার দিকে ছুটে যায় মেট্রোরেল।


বিজ্ঞাপন


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (অপারেশন্স) ইফতেখার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমটিসিএলের এই কর্মকর্তা বলেন, ‘ট্র্যাকে সমস্যার কারণে মেট্রোরেল নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে চলাচল শুরু করেছে।’

ইফতেখার হোসেন জানান, প্রতিদিন রাতে মেট্রোরেল বন্ধের সময় এবং সকালে চালুর সময় সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। রোববার রাতেও সেটি করা হয়েছিল, তবে ওই সময় সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু সকালে মেট্রোরেল চালুর আগে পরীক্ষাকালে সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এ জন্য মেট্রোরেল কিছু সময় বন্ধ ছিল। তবে দ্রুতই ত্রুটি সমাধান করে ফের মেট্রোরেল চালু করা হয়।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর