শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইজতেমার আখেরি মোনাজাতের দিন মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

ইজতেমার আখেরি মোনাজাতের দিন মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা
প্রথম পর্বের ইজতেমার মোনাজাতের দিন মেট্রোরেলে চাপ বাড়ে মুসল্লিদের। ছবি: ঢাকা মেইল

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ আগামী ২২ জানুয়ারি (রোববার) নয় ঘণ্টা চালানো হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া।


বিজ্ঞাপন


এই কর্মকর্তা বলেন, বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে আগামী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি) শুরু হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পর্বে অংশ নেবেন মাওলানা সাদপন্থীরা। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

এর আগে প্রথম পর্বের ইজতেমা ১৩ জানুয়ারি শুরু হয়ে ১৫ জানুয়ারি শেষ হয়।

গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল প্রকল্প। প্রাথমিকভাবে উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও অংশ চালু হয়েছে। পরীক্ষামূলকভাবে মঙ্গলবার বাদে প্রতিদিন চার ঘণ্টা করে চলে মেট্রোরেল। তবে ইজতেমার মোনাজাতের দিন বিশেষ ব্যবস্থায় চালানো হবে নয় ঘণ্টা।


বিজ্ঞাপন


ডব্লিউএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর