বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে প্রায় আধাঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মেট্রোরেল।
রোববার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বিজ্ঞাপন
এতে বলা হয়, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় মেট্রোরেল নিয়মিত চলাচল শুরু করেছে।
এর আগে মেট্রোরেল চলাচল বন্ধ জানিয়ে দেওয়া পোস্টে বলা হয়, দুপুর ২টা ২৭ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ আছে। মেট্রোরেল চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।
বিভিন্ন ত্রুটির কারণে মেট্রোরেল বন্ধ থাকার ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে। সর্বশেষ গত ২৭ মে বিদ্যুত সরবরাহজনিত কারণে আড়াই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। তার দুইদিন আগে গত ২৫ মে যান্ত্রিক ত্রুটির কারণে এক ঘণ্টা বন্ধ থাকে মেট্রোরেল।
মেট্রোরেল এখন প্রায় সময়ই এভাবে হঠাৎ বন্ধ হয়ে পড়ার কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
বিজ্ঞাপন
এমএইচটি