রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

এক ঘণ্টা বন্ধ থাকার পর সচল হলো মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২৪, ০৮:৩২ পিএম

শেয়ার করুন:

এক ঘণ্টা বন্ধ থাকার পর সচল হলো মেট্রোরেল
ফাইল ছবি।

যান্ত্রিক ত্রুটির কারণে সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বন্ধ হয়ে পড়ে মেট্রোরেল। এতে বিভিন্ন স্টেশনে হাজারো যাত্রীকে অপেক্ষা করতে হয়। এক ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে ৮টা ২১ মিনিটে সচল হয় মেট্রোরেল চলাচল।

শনিবার (২৫ মে) রাত ৮টা ২১ মিনিটে মেট্রোরেল পুনরায় সচল হয়েছে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


metro2

জানা গেছে, মেট্রোরেলের ইন্টারনাল সার্ভার ত্রুটির জন্য এমন পরিস্থিতি তৈরি হয়। এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও গোয়েন্দা) মাহমুদ খান ঢাকা মেইলকে মেট্রোরেল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্ধ্যা পৌনে আটটার দিকে মেট্রোরেল কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেন, ‘মেট্রোরেলের অপারেশন কন্ট্রোল সেন্টারের (ওসিসি) ইন্টারনাল সার্ভারে ত্রুটি দেখা দেয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। সমস্যা হওয়ার পর সবগুলো ট্রেন যেটা যেখানে ছিল সেখানে বন্ধ হয়ে গেছে।


বিজ্ঞাপন


এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর