শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ঢাকা

মেট্রোরেল ব্যবহারে যত্নবান হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২, ০১:০২ পিএম

শেয়ার করুন:

মেট্রোরেল ব্যবহারে যত্নবান হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে প্রথমবারের মতো চালু হতে যাওয়া মেট্রোরেল ব্যবহারে সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার পর মেট্রোরেল উদ্বোধনের পর আয়োজিত সুধী সমাবেশ এই আহ্বান জানান তিনি।


বিজ্ঞাপন


এর আগে বেলা ১১টার দিকে উদ্বোধনী ফলকের প্রতিরূপ (রেপ্লিকা) জনসম্মুখে উন্মোচন করেন সরকারপ্রধান। তার সঙ্গে আছেন ছোট বোন শেখ রেহানা। প্রতিরূপ উন্মোচনের পর মোনাজাত করা হয়।

সুধী সমাবেশে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারে থাকলে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা বৃদ্ধি পায়।

সরকারপ্রধান বলেন, অনেক টাকা খরচ করে মেট্রোরেল করা হয়েছে। আধুনিক যন্ত্রপাতিসম্পন্ন জিনিস ব্যবহার করা হয়েছে এখানে। তাই যত্নবান হওয়ার পাশাপাশি সবাইকে নিয়মতান্ত্রিকভাবে মেট্রোরেল ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।

নৌকা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান সরকারপ্রধান।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রীর আগে ভাষণ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আজ অতি আনন্দের দিন, রাজধানীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের দিন।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর