সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ঢাকা

টাকার উপর অতিরিক্ত কলমের কালি থাকলে কাটা যাচ্ছে না টিকিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২, ০৯:৪৮ এএম

শেয়ার করুন:

loading/img

আজ শুক্রবার সকাল থেকেই মেট্রোরেলে উঠার জন্য যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেকেই দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করছেন টিকিট। একেবারে নতুন প্রক্রিয়া হওয়ায় টিকিটের জন্য অনেকেই সমস্যার মুখে পড়ছেন। 

আগারগাঁও স্টেশনের টিকিট বুথে দীর্ঘ সময় অচল ছিল টিকিট মেশিন। এরপর টিকিট বুথের দায়িত্বরত স্কাউট সদস্য কাউন্টারের দায়িত্বরত ব্যক্তিকে ডাক দেন। এরপর টাকা আটকে যাওয়া ব্যক্তিকে তার টাকা ফেরত দেওয়া হয়। 


বিজ্ঞাপন


এসময় জানানো হয়, যেসব টাকার গায়ে অতিরিক্ত কলমের কালি রয়েছে এসব টিকিট নিতে চাচ্ছে না মেশিন। আবার অনেকের অতিরিক্ত পুরাতন টাকাও আটকে গেছে মেশিনে।

সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেট্রোরেলে উঠার জন্য এসেছেন যাত্রীরা।নতুন অভিজ্ঞতা অর্জনে মুখিয়ে আছেন তারা। স্টেশনের প্রথম বুথটি বর্তমানে বন্ধ রয়েছে এবং দ্বিতীয় বুথটিতেও সমস্যা হচ্ছে টাকা নিতে।

কাউন্টারে দায়িত্বরত স্কাউট সদস্য ওবায়দুল কাওসার বলেন, আমরা সকলকে বলে দিচ্ছি যাতে অধিক কলমের কালি ও বেশি পুরাতন টাকা যাতে মেশিনে না দেন। মেশিন দুটি আপাতত বন্ধ রয়েছে।

পিএস/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর