বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ঢাকা

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ মেট্রোরেল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২৪, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

আধা ঘণ্টা ধরে বন্ধ মেট্রোরেল

যান্ত্রিক ত্রুটির জন্য হঠাৎ মেট্রোরেল বন্ধ হওয়ায় দুর্ভোগের পড়েছেন যাত্রীরা। লাইনে থাকা ট্রেনগুলো যেখানে যে অবস্থায় ছিল হঠাৎ বন্ধ হয়ে যায়।

শনিবার (২৫ মে) সন্ধ্যা সাতটার দিকে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


জানা গেছে, মেট্রোরেলের ইন্টারনাল সার্ভার ত্রুটির জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কিন্তু পৌনে আটটা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধই রয়েছে।

এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও গোয়েন্দা) মাহমুদ খান ঢাকা মেইলকে মেট্রোরেল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

rail1

সন্ধ্যা পৌনে আটটার দিকে মেট্রোরেল কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেন, ‘মেট্রোরেলের অপারেশন কন্ট্রোল সেন্টারের (ওসিসি) ইন্টারনাল সার্ভারে ত্রুটি দেখা দেয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। সমস্যা হওয়ার পর সবগুলো ট্রেন যেটা যেখানে ছিল সেখানে বন্ধ হয়ে গেছে।


বিজ্ঞাপন


মাহমুদ খান বলেন, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানতে পেরেছি। ওসিসি থেকে জানানো হয়েছে উত্তরা স্টেশন থেকে ট্রেন বের হওয়া শুরু করেছে।

এদিকে অফিস শেষ করে বাসায় ফেরার পথে অনেকেই মেট্রোরেল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ভোগের কথা জানিয়ে পোস্ট দিচ্ছেন।

বিইউ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর