রাজধানীর আগারগাঁওয়ের মেট্রোরেল স্টেশনে পড়ে থাকা অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম মো. সাহাব উদ্দিন (৬৫)। বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তারা। হঠাৎ মাথা ঘুরে পড়ে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
রকিব নামে এক ব্যক্তি বলেন, পড়ে যাওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। কয়েকটি ঝাঁকুনি দিয়েই নিস্তেজ হয়ে পড়েন। পরে তাকে স্টেশনেই শুইয়ে দেওয়া হয়।
এদিকে বেলা সাড়ে ১২টার দিকে পরিচয় শনাক্তে উপস্থিত হয় মৃত সাহাব উদ্দিনের দুই ছেলে মো. এনামুল হক ও আনোয়ার। পেশায় তারা দুইজন রিকশা চালক।
ছেলে মো এনামুল হক ঢাকা মেইলকে জানান, তারা দুই ভাই এবং বাবা একই গ্যারেজ থেকে রিকশা ভাড়া নিয়ে চালাতেন। প্রতিদিনের ন্যায় আজও রিকশা নিয়ে বের হন। হঠাৎ ফোন আসে তাদের বাবার মৃত্যু হয়েছে।
অন্য ছেলে আনোয়ার ঢাকা মেইলকে বলেন, আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার তারালতান্দায়। এলাকায় কাজ নেই বলেই বাড়তি রুজির আশায় ঢাকায় এসেছি। পুলিশের সঙ্গে কথা বলে প্রথমে রিকশা গ্যারেজে এবং পরে বাড়ি নিয়ে যাব।
বিজ্ঞাপন
ডিএইচডি/এএস