বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ঢাকা

বৈদ্যুতিক তারে ফানুস, দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৩, ১১:০৯ এএম

শেয়ার করুন:

বৈদ্যুতিক তারে ফানুস, দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর ফানুস পড়ে থাকায় দুই ঘণ্টা বন্ধ থাকে মেট্রোরেল চলাচল। পরে সেগুলো অপসারণ করে আবার মেট্রোরেলের চলাচল শুরু হয়। রোববার (০১ জানুয়ারি) সকাল ১০টার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে নিষেধাজ্ঞা অমান্য করে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে রোববার নববর্ষের প্রথম প্রহরেই রাজধানীর প্রায় সব এলাকায় আতশবাজি ও ফানুস ওড়াতে দেখা যায়। এ সময় কয়েকটি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ে।


বিজ্ঞাপন


fanush

এ কারণে দুর্ঘটনা এড়াতে রোববার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। পরে সেসব ফানুস অপসারণের পর চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে শনিবার রাত ৯টা থেকেই রাজধানীর প্রায় সব এলাকায় ওড়ানো হয় ফানুস।


বিজ্ঞাপন


টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর